প্রকাশিত : ২৬ জুন, ২০১৯ ২০:৩৫

মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী মোদি ব্যথিত

অনলাইন ডেস্ক
মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী মোদি ব্যথিত

হিন্দুত্ববাদী স্লোগান দিতে বাধ্য করার পর এক মুসলমান যুবককে হত্যার ঘটনায় ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ধর্মনিরপেক্ষ ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার সর্বশেষ উদাহরণ হচ্ছে ওই যুবককে পিটিয়ে হত্যা। পাকিস্তানভিত্তিক এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ তথ্য জানা গেছে।মুসলমানসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিন্দুত্বাবাদীদের হামলার ঘটনায় নিশ্চুপ থাকায় সমালোচিত হয়ে আসছেন মোদি।কিন্তু বুধবার ওই নৃশংসতায় জড়িতদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পার্লামেন্টের উচ্চকক্ষে তিনি বলেন, ঝাড়খণ্ডের ওই হত্যাকাণ্ড আমাকে ব্যথিত করেছে। এভাবে এক তরুণের প্রাণহানি সত্যিই দুঃখজনক। কাজেই দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে।ঝাড়খণ্ডে জয় শ্রীরাম বলতে বাধ্য করার পর এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১১ ব্যক্তিকে আটক করা হয়েছে।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাবরেজ আনসারিকে যে ব্যক্তি পিটাচ্ছে বলে দেখা গেছে তিনিও আটক হয়েছেন। সিধেল চোর আখ্যা দিয়ে ওই যুবককে একটানা ১২ ঘণ্টা পিটিয়ে হত্যা করা হয়েছে।

উপরে