প্রকাশিত : ৩ জুলাই, ২০১৯ ১২:৩৬

বর্ষণে বিপর্যস্ত মুম্বাই: নিহত বেড়ে ৩৮

অনলাইন ডেস্ক
বর্ষণে বিপর্যস্ত মুম্বাই: নিহত বেড়ে ৩৮

প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই। ৬ষ্ঠ দিনেও বৃষ্টি অব্যাহত রয়েছে মুম্বাইয়ে। এদিকে, প্রবল বর্ষণে মহারাষ্ট্রজুড়ে মৃতের সংখ্যা বেড়ে  ৩৮-এ পৌঁছেছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। 

জানা গেছে, মুম্বাইয়ের অধিকাংশ এলাকাই জলমগ্ন রয়েছে।  রেল, সড়ক ও বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ বুধবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। 

ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মুম্বাইতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার বেলা ১২.৩৫-এ প্রায় ৪.৬৯ মিটার জলোচ্ছ্বাসেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। 

এদিকে, রত্নাগিরির তিওয়ারে বাঁধ ভেঙ্গে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ২২ জন। বাঁধের পাশের ১২টি বাড়ি ভেসে গেছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। 

অন্যদিকে, মালাদে দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩-এ পৌঁছেছে। ওয়াশিম জেলায় বন্যার জলে ভেসে গেছে চারজন স্কুলছাত্র। এদের মধ্যে ২ জনকে উদ্ধার করা গেলেও বাকি ২ জন এখনও নিখোঁজ রয়েছে। 

প্রবল বৃষ্টির কারণে বুধবার ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলোর মধ্যে মুম্বাই-বারাণসী মহানগরী এক্সপ্রেস, মুম্বাই-পুনে ইন্টারসিটি এক্সপ্রেস, পুনে-সোলাপুর এক্সপ্রেস, পুনে-মুম্বাই ডেকান এক্সপ্রেস উল্লেখযোগ্য। বিমান পরিষেবা এখনও বিপর্যস্ত অবস্থায় রয়েছে । 

উপরে