প্রকাশিত : ৪ জুলাই, ২০১৯ ১৩:১৩

হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

হন্ডুরাসের সমুদ্র উপকূলে একটি মাছ ধরার নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও অন্তত ৪৭ জনকে নৌযানটি থেকে উদ্ধার করা হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যারিবিয়ান উপকূলে হন্ডুরাসের পূর্বাঞ্চলীয় মসকুইটিয়া এলাকায় নৌকাটি ডুবে যায়। নির্দিষ্ট সময়ের জন্য লবস্টার শিকারের নিষেধাজ্ঞা তুলে দেয়ার পর ওই জেলেরা শিকারে যায়।

নৌকাটি কিভাবে ডুবে যায় তার কারণ এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ।

ডুবার সময় নৌযানটির ক্যাপ্টেন এসওএস (দূরবর্তী স্থানে পাঠানোর) সিগন্যাল পাঠায়। কিন্তু এর পরপরই তিনি মারা যান। দুর্ঘটনা সম্পর্কে জোসে মেজা নামে সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেন, মৃতদেহ এবং বেঁচে যাওয়াদের পার্শ্ববর্তী পোয়ের্তো ল্যাম্পিরা দ্বীপে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, বুধবার এই দুর্ঘটনার আগে একই জায়গায় আরও একটি নৌকা ডুবে যায়। সেখান থেকে ৪০ জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ মারা যায়নি।

উপরে