প্রকাশিত : ৬ জুলাই, ২০১৯ ১৩:৩৩

ইরানের তেল ট্যাংকার আটকে রাশিয়ার নিন্দা

অনলাইন ডেস্ক
ইরানের তেল ট্যাংকার আটকে রাশিয়ার নিন্দা

জিব্রাল্টার প্রণালিতে স্থানীয় সরকার ও ব্রিটিশ নৌবাহিনী কর্তৃক ইরানের একটি তেল ট্যাংকার আটকের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে এ নিন্দা জানায়।

বিবৃতিতে রাশিয়া বলে, ইরান ও সিরিয়ার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে ইচ্ছাকৃতভাবে তেল ট্যাংকার আটক করা হয়েছে। এর ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও হুঁশিয়ার করে দিয়েছে তারা।

সিরিয়া অভিমুখে যাওয়ার সময় গত বৃহস্পতিবার জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ মেরিন সেনারা ইরানি তেলবাহী জাহাজ গ্রেস-১কে আটক করে। স্পেন জানিয়েছে, মার্কিন সরকারের অনুরোধে ব্রিটেন ইরানি জাহাজ আটক করেছে। ইরান এ ঘটনাকে ‘জলদস্যুতা’ বলে এর তীব্র নিন্দা জানিয়েছে।

এছাড়া গ্রেস-১ আটকের ঘটনায় তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরান বলেছে, জাহাজ মুক্ত করার জন্য তেহরান তার সমস্ত রাজনৈতিক ও আইনগত শক্তি কাজে লাগাবে।

খবর পার্সটুডের।

উপরে