প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৪৮

চন্দ্রযান-২ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে জানালো ইসরো

অনলাইন ডেস্ক
চন্দ্রযান-২ এর সাথে যোগাযোগের চেষ্টা চলছে জানালো ইসরো

চাঁদের পৃষ্ঠে অবস্থান করছে চন্দ্রযান-২। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান কে শিভান। শনিবার মধ্যরাতে চন্দ্রযান-২ এর ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার একদিন পরেই এ খবর শোনালেন তিনি। ইসরো প্রধান বলেন, আমরা চাঁদের পৃষ্ঠে ল্যান্ডার ‘বিক্রম’র অবস্থান খুঁজে পেয়েছি। ল্যান্ডারের একটি থার্মাল ইমেজ সংগ্রহ করেছে অরবিটার। তবে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা যায়নি। আমরা যোগাযোগের চেষ্টা করছি। খুব দ্রুতই যোগাযোগ করা যাবে। খবর এনডিটিভির

শনিবার ভোরে চাঁদে দক্ষিণ মেরুতে পৌঁছানোর কথা ছিল চন্দ্রযান-২ এর। চন্দ্রপৃষ্ঠ থেকে ২ দশমিক ১ কিলোমিটার দূরে ছিল চন্দ্রযান-২। তখনই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এরপরে ইসরোপ্রধান বলেন, সঠিকভাবে অভিযানের শেষ পর্যায়টি করা হয়নি। এই সময়েই আমরা ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ হারাই, পরে আর যোগাযোগ করতে পারিনি।গত ২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা করে চন্দ্রযান-২। প্রথমে ১৫ জুলাই সেটি উৎক্ষেপণের কথা ছিল, তবে প্রযুক্তিগত ত্রুটির কারণে, সেদিন উৎক্ষেপণের নির্ধারিত সময়ের এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তা বাতিল করে দেওয়া হয়।

উপরে