প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:৫৪

কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০

অনলাইন ডেস্ক
কঙ্গোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০

আফ্রিকার দেশ কঙ্গোর দক্ষিণ-পূর্বাঞ্চলের তানগানইকা প্রদেশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৩টার দিকে প্রদেশের মায়িবারিদি শহরে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

কঙ্গোর হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সবিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেন।

মন্ত্রী লেখেন, বড় একটি বিপর্যয় ঘটল। সরকারের পক্ষ থেকে আমি দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

দুঘর্টনার কারণ এখনও না জানা গেলেও কঙ্গোতে প্রায়শই পরিবহন দুর্ঘটনার কারণে হতাহতের ঘটনা বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে দেশটির কাসাইপ্রদেশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হলে কমপক্ষে ২৪ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিল শিশু।

২০১৭ সালে জ্বালানির ট্যাংকার বহনকারী একটি ট্রেন লুলাবাবাপ্রদেশের একটি নদীতে ডুবে গেলে অন্তত ৩০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

খবর সিএনএন

উপরে