প্রকাশিত : ৪ নভেম্বর, ২০১৯ ১৬:২৭

ইরাকে বিক্ষোভ বন্ধের আহ্বান

অনলাইন ডেস্ক
 ইরাকে বিক্ষোভ বন্ধের আহ্বান

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি চলমান বিক্ষোভ অবসানের আহ্বান জানিয়ে বলেছেন, এই বিক্ষোভের কারণে দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় অর্থনীতিকে যে কোনো ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য এই বিক্ষোভ বন্ধ করা উচিত বলে উল্লেখ করেছেন তিনি। খবর পার্স ট্যুডে।

প্রধানমন্ত্রী আদিল মাহদি বলেন, বিক্ষোভকারীরা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে এবং গত কয়েকদিনের বিক্ষোভে কয়েকশ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

তিনি বলেন, এখনই বিক্ষোভ বন্ধ করার সময়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়া উচিত এবং কল-কারখানা, দোকানপাট এবং বাজারগুলোতে স্বাভাবিক পরিস্থিতি আসা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে যেসব বিনিয়োগকারী ইরাকের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের কর্মকাণ্ডে স্থবিরতা তৈরি হয়েছে এই বিক্ষোভের কারণে।

এছাড়া, ২০২০ সালের জাতীয় বাজেট প্রণয়নের কাজও বিক্ষোভের কারণে বিলম্বিত হচ্ছে বলে জানান তিনি। ইরাকের চলমান বিক্ষোভের কারণে গত বুধবার থেকে দেশের প্রধান বন্দর ওমর কাসর সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

উপরে