প্রকাশিত : ৮ নভেম্বর, ২০১৯ ১৭:০৪

ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

অনলাইন ডেস্ক
ট্রাম্পকে ২০ লাখ ডলার জরিমানা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতব্য সংস্থা ডোনাল্ড ট্রাম্প ফাউন্ডেশন থেকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অর্থ ব্যয় করার দায়ে তাকে ২০ লাখ ডলার জরিমানা করা হয়েছে।

দেশটির সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তাকে এই জরিমানা করেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি এই সংস্থার অর্থ সরাসরি প্রচারে ব্যবহারের পাশাপাশি তার একটি ছয় ফুট উঁচু পোট্রেট তৈরিতেও ব্যয় করেন।

এছাড়া দেশটির সর্বোচ্চ আদালত ট্রাম্পের তিন সন্তান- ইভানকা, ডোনাল্ড জুনিয়র ও এরিককে দাতব্য সংগঠন বিষয়ক একটি বাধ্যতামূলক কর্মশালায় অংশগ্রহণ করার নির্দেশ দিয়েছেন।

সরকার পক্ষের আইনজীবী লেটিশিয়া জেমস এই রায়কে বড় সাফল্য হিসেবে উল্লেখ করলেও এটিকে রাজনৈতিক প্রতিহিংসা মনে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ নিয়ে একটি বিবৃতি টুইট করেছেন তিনি।

এই টুইট অনুসারে, ট্রাম্পের চরিত্র ইচ্ছাকৃতভাবে হননের চেষ্টা করেছেন জেমস। এছাড়া ট্রাম্প দাতব্য সংস্থা অর্থ নির্বাচনে ব্যয় করাকে ছোট প্রায়োগিক লঙ্ঘনের চেয়ে বেশি কিছু মনে করেন না।

খবর জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের।

উপরে