প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১২:২৪

কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
 কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গাড়ি বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে বুধবার সকালে একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নাসরাত রাহিমি নামের ওই মুখপাত্র বলেন, কাসাবা এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাছে এবং কাবুল বিমানবন্দরের উত্তর দিকে অবস্থিত। তিনি জানিয়েছেন, বিস্ফোরণে নিহতরা সবাই বেসামরিক নাগরিক।

বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। রাহিমি জানিয়েছেন, ওই হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে কাবুলে জঙ্গি গোষ্ঠী তালেবান এবং ইসলামিক স্টেট (আইএস) বেশ সক্রিয়। এর আগেও বেশ কিছু হামলার দায় স্বীকার করেছে জঙ্গিরা।

উপরে