প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৫

করোনাভাইরাস: চীনে কমিউনিস্ট পার্টির প্রধান বরখাস্ত

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস: চীনে কমিউনিস্ট পার্টির প্রধান বরখাস্ত

চীনে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল হলো দেশটির হুবেই প্রদেশ। মূলত এই প্রদেশ থেকেই প্রাণঘাতি করোনাভাইরাস ছড়িয়েছে। এই করোনাভাইরাস সংক্রমণে এক হাজারেরও বেশি লোকের (অন্তত ১৩৫৭ জন) প্রাণহানি ঘটেছে। এদিকে হুবেই প্রদেশের কম্যুনিস্ট পার্টির প্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার দেশটির সরকারী বার্তা সংস্থা সিনহুয়া বার্তা এ তথ্য নিশ্চিত করেছে। 

দলের কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, অব্যাহতি পাওয়া হুবেই প্রদেশের কম্যুনিস্ট পার্টির প্রধানের নাম জিয়াং চোলিয়াং। তার পরিবর্তে সাংহাইয়ের মেয়র ইং ইয়ংকে কমিউনিস্ট পার্টির হুবেই প্রাদেশিক কমিটির নতুন সেক্রেটারি পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

সূত্র : নিককেই এশিয়ান রিভিউ

উপরে