প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৫৯

মানুষের পাশাপাশি ব্যাংক নোটকেও কোয়ারেন্টাইনে রাখছে চীন

অনলাইন ডেস্ক
মানুষের পাশাপাশি ব্যাংক নোটকেও কোয়ারেন্টাইনে রাখছে চীন

ছোঁয়াচে করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সংক্রমিত ব্যক্তিদের টানা ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে । শুধু চীনই নয়, অন্যান্য দেশগুলোও একই পদ্ধতি অনুসরণ করছে।

তবে মানুষের পাশাপাশি এবার ব্যাংক নোটকেও কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে চীন। আজ রোববার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। ব্যাংক নোটগুলোকে কোয়ারেন্টাইনে রাখার আগে উচ্চ তাপমাত্রা বা আল্ট্রা-ভায়োলেট রশ্মির মাধ্যমে সেগুলো জীবাণুমুক্ত করে নেয়া হচ্ছে। তারপর সেগুলো সিল করে কোয়ারেন্টেইনে রাখা হচ্ছে ,ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।

চীনের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ফান ইয়াইফেই রোববার বলেছেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব কাস্টমারদের নতুন ব্যাংক নোট সরবরাহ করার জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।’

২০১৭ সালে জরিপকারী প্রতিষ্ঠান ‘ইপসোস’র এক জরিপে দেখা গেছে, তিন-চতুর্থাংশ চীনা নাগরিক বলেছেন, মাসে ১০০ ইউয়ানেরও কম নগদ ক্যাশ ব্যবহার করেও তারা পুরো একমাস দিব্যি চলতে পারবেন।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের জন্য জরুরি ভিত্তিতে চার বিলিয়ন ইউয়ান (চীনা মুদ্রা) নোট ছাপানোর নির্দেশ দিয়েছে সেন্ট্রাল ব্যাংক বলেও জানান গভর্নর। তিনি বলেন, জনগণের সর্বোচ্চ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনে মোবাইলে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় সেন্ট্রাল ব্যাংকর এই উদ্যোগ কতটুকু প্রভাব ফেলবে তা নিয়ে সংশয় রয়েছে।

ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ায় করোনা থেকে দূরে থাকতে ব্যাংক নোটগুলো জীবাণুনাশক ও কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।






 

উপরে