প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৩৪

ফারাক্কা বাঁধের সেতু ভেঙে নিহত অন্তত ৩

অনলাইন ডেস্ক
ফারাক্কা বাঁধের সেতু ভেঙে নিহত অন্তত ৩

ফারাক্কা বাঁধের নির্মীয়মাণ সেতু ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন প্রকৌশলীও রয়েছেন বলে জানা গেছে। 

তবে এখনও সেতুর ভেঙে পড়া অংশের ধ্বংসস্তূপের তলায় আরও কয়েকজন শ্রমিক আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জানা গেছে, রবিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদার বৈষ্ণবনগরে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সেতু ভেঙে পড়ার ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন ৩৬ বছর বয়সী এক জুনিয়র ইঞ্জিনিয়ার। তার নাম শ্রীনিবাস এবং আরেক কর্মী শচীন প্রতাপসহ মোট ৩ জন। ঘটনায় আহত আরও ৩ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

নির্মীয়মাণ এই ব্রিজের ১ ও ২ নম্বর পিলারের মধ্যে গার্ডার বসানোর কাজ চলছিল। সে সময় বিপত্তি ঘটে।।  

দেড় বছর আগে ফারাক্কা ব্যারেজের ওপরে দ্বিতীয় সেতু নির্মাণের কাজ শুরু হয়। তার মধ্যেই এই ঘটনা ঘটল। ধ্বংসস্তূপে আরও এক শ্রমিকের আটকে পড়ার আশঙ্কা। ঘটনাস্থলে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মকর্তারা। আহত ৩ শ্রমিককে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনার কারণ এ স্পষ্ট নয়। এই ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। 

এদিকে, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সড়কমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী।

সূত্র : এনডিটিভি, এই সময় 

উপরে