প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৬:১৮

ইরাকে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক

ইরাকে করোনাভাইরাসে প্রথম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরাকে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। ৭০ বছরের ওই ব্যক্তি মসজিদের ইমাম ছিলেন। আজ বুধবার দেশটির উত্তরের কুর্দি স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তিকে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুলাইমানিতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি সম্প্রতি ইরান থেকে ফিরে আসা তার প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। চীনের পর ইরানেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনাভাইরাসে মারা গেছেন। দেশটিতে এ পর্যন্ত দুই হাজার ৩০০ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৭৭ জন।

ইরাকে এ পর্যন্ত ৩১ জন করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। দেশটি প্রতিবেশী ইরানের সবচেয়ে বড় রপ্তানি বাজার। এছাড়া প্রতি বছর হাজার হাজার ইরানি শিয়াদের পবিত্র স্থান ইরাকের নাজাফ ও কারবালা ভ্রমণে আসেন।

উপরে