প্রকাশিত : ৫ মার্চ, ২০২০ ১১:৫১

করোনায় একজনের মৃত্যু, জরুরি অবস্থা ক্যালিফোর্নিয়ায়

অনলাইন ডেস্ক
করোনায় একজনের মৃত্যু, জরুরি অবস্থা ক্যালিফোর্নিয়ায়

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনার জেরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এতে করে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।

জানা গেছে, ক্যালিফোর্নিয়ার সাকরামেন্টোর পাশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭১ বছর বয়সী এক ব্যক্তি। এর আগে জাপানের যাত্রীবাহী জাহাজে আটকে থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন তিনি। পরে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গতকাল বুধবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন। বর্তমানে সেখানে ছয়জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে করোনা আক্রান্তদের শনাক্তের দায়িত্বে থাকা একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম এক বিবৃতিতে জানিয়েছেন, এই সঙ্কটের মুহূর্তে ক্যালিফোর্নিয়া তো বেটেই, পুরো দেশে আক্রান্তদের শনাক্ত এবং চিকিৎসার কাজে এগিয়ে আসতে হবে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার এক টুইট বার্তায় জানিয়েছেন, করোনাভাইরাস মোকাবিলায় আট বিলয়ন ডলার কহবিল গঠনের পক্ষে কংগ্রেস  সমর্থন দিয়েছে।

উপরে