প্রকাশিত : ৬ মার্চ, ২০২০ ১৩:৩৮

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১২

অনলাইন ডেস্ক
করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১২

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হলো।

নিহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ায়। বাকিদের ওয়াশিংটনে। এছাড়া যুক্তরাষ্ট্রের ১৯টি রাজ্যের দুই শতাধিক মানুষ এতে আক্রান্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সর্বশেষ বৃহস্পতিবার করোনাভাইরাস আক্রান্ত ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া এদিন ওয়াশিংটনে ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন বলছে, ওয়াশিংটনের কিং কাউন্টিতে (জেলা) সবমিলিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। আরেকজনের মৃত্যু হয়েছে পাশের শহর স্নোহোমিশ কাউন্টিতে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে করোনায় একজনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনে করোনায় আক্রান্ত বেশিরভাগ রোগীর সঙ্গে রাজ্যটির কিং কাউন্টির কির্কল্যান্ডের লাইফ কেয়ার সেন্টার নামের একটি নার্সিংহোমের যুক্ততা রয়েছে। ওই নার্সিংহোম এবং করোনার প্রকোপের বিষয়ে তদন্ত শুরু করেছে ওয়াশিংটন কর্তৃপক্ষ।

উপরে