প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১২:০৭

মাস্ক তৈরি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক
মাস্ক তৈরি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ফলে বিশ্বব্যাপী মাস্কের চাহিদা তুঙ্গে। এই দুর্দিনে নতুন ধরনের মাস্ক তৈরি করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। অ্যাকাডেমি অব এপিডেমিক ডিজিস ইউনিটের প্রধান এপিডেমিওলজিস্ট ডা. সুদাথ সামারাওয়ারা এ তথ্য জানিয়েছেন।

বিশ্বব্যাপী মাস্কের সঙ্কট এবং মানুষজনকে সহায়তার জন্য ডাব্লিউএইচও'র করা নতুন ডিজাইনের। শিগগিরই সেই মাস্ক সব দেশে পাঠানো হবে।

এর আগে চীনের হুবেই প্রদেশে বিশ্বের নামকরা কম্পানির মাস্কগুলো তৈরি হতো। তবে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ফলে মাস্ক তৈরি ও রপ্তানি ধাক্কা খায়। এমনকি চীনেই মাস্কের সঙ্কট দেখা দেয়।

এপিডেমিওলজিস্ট ডা. সুদাথ সামারাওয়ারা বলেন, করোনাভাইরাস থেকে বাঁচার জন্য আতঙ্কের মধ্যে বহু মানুষ বিনা প্রয়োজনে অত্যধিক পরিমাণ মাস্ক কেনার ফলে পণ্যটির সঙ্কট দেখা দিয়েছে।

উপরে