প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:১২

করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে পর্তুগালের প্রেসিডেন্ট

পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সৌসা দুই সপ্তাহের জন্য তার ব্যক্তিগত বাড়িতে কোয়ারেন্টাইনে থাকবে। রোববার প্রেসিডেন্টের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার উত্তরাঞ্চলীয় পর্তুগালের একটি স্কুলের একদল শিক্ষার্থী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করে এবং প্রেসিডেন্ট তাদের সঙ্গে ছবি তোলে।

তবে শনিবার রাতে ওই শিক্ষার্থীদের মধ্যে ‍একজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে এবং তার স্কুল বন্ধ করে দেয়া হয়। এসময় পর্তুগালের স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ মেনে কোয়ারেন্টাইনে যেতে রাজি হয়েছেন রেবেলো দে সৌসা।

কোনও ভাইরাল লক্ষণ দেখা না গেলেও স্বাস্থ্য কর্তৃপক্ষের কথা মেনে পরবর্তী দুই সপ্তাহের জন্য সব ধরনের জনসম্পৃক্ত কর্মকাণ্ড বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট, বলা ওই হয় বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, মহামারীর ‍সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে যখন পর্তুগিজরা নাগরিক পরিপক্কতা দেখাচ্ছে, তখন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট সবার সামনে প্রতিরোধের উদাহরণ তুলে ধরতে চান।

রোববার পর্তুগালে নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ফলে দেশটিতে এখন পর্যন্ত ৩০ জন করোনায় আক্রান্ত হলো।

উপরে