প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৪:০৪

করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রের ৮ টি অঙ্গরাজ্যে জরুরী অবস্থা জারি

অনলাইন ডেস্ক
করোনা আতঙ্কে যুক্তরাষ্ট্রের ৮ টি অঙ্গরাজ্যে জরুরী অবস্থা জারি

করোনার ঝড়ে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র। দেশটির অরেগন অঙ্গরাজ্যে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৪ জন হওয়ায় জরুরী অবস্থা জারি করেছে স্থানীয় গভর্নর কেট ব্রাউন। গেলো কয়েকদিনের ব্যবধানে করোনা রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হওয়ায় এ পরিস্থিতি জারি করা হয়েছে।  

করোনার কারণে নিউইয়র্ক, ফ্লোরিডা, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, অরেগনসহ ৮ টি অঙ্গরাজ্যে জরুরী সর্তকতা জারি করা হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। এ পর্যন্ত ৫৬৪ জন মানুষকে শনাক্ত করা হয়েছে। বিশ্বে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাখো ছাড়িয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন হাজার। 

উপরে