প্রকাশিত : ১০ মার্চ, ২০২০ ১২:১০

করোনার ভয়ে ৭০ হাজার কারাবন্দির মুক্তি দিল ইরান

অনলাইন ডেস্ক
করোনার ভয়ে ৭০ হাজার কারাবন্দির মুক্তি দিল ইরান

করোনাভাইরাস ছড়িয়ে পড়ে চরম বেকায়দায় পড়েছে ইরান সরকার। সে দেশের সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কারাগারে ভাইরাসটি ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা এড়াতে অন্তত ৭০ হাজার বন্দিকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। ইরানের বিচার বিভাগের প্রধান ইবরাহিম রাইসি গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, যেসব বন্দিদের মুক্তি দেওয়ার ফলে সমাজে অরাজগতা সৃষ্টির শঙ্কা থাকবে না, তাদের মুক্তি অব্যাহত থাকবে। 

এর আগে ৫৪ হাজার কারাবন্দিকে সাময়িকভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল ইরানের বিচার বিভাগ। ওই সময় বলা হয়েছিল, যাদের সাজা পাঁচ বছরের কম এবং রাজনৈতিক বন্দি হিসেবে কারাগারে আছেন, তাদেরকে সাময়িকভাবে দ্রুত মুক্তি দেওয়া হবে।

তবে সাময়িকভাবে ছাড়া পাওয়া ব্যক্তিদের আবার কবে নাগাদ কারাগারে ফিরে যেতে হবে, সে ব্যাপারে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার জানিয়েছে, নতুনভাবে ৫৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং আরো ৪৩ জন মারা গেছেন। এতে করে মোট সাত হাজার একশ ৬১ জন আক্রান্ত এবং ২৩৭ জনের মৃত্যু হলো।

চীনের বাইরে ইতালি, দক্ষিণ কোরিয়া এবং ইরান করোনাভাইরাসে সবচেয়ে বিপাকে পড়েছে। এই ভাইরাসে এই দেশগুলোতেই সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

উপরে