প্রকাশিত : ১০ মার্চ, ২০২০ ১২:২৬

করোনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের মৃত্যু

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার যুক্তরাজ্যের ম্যানচেস্টারের নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে তিনি মারা যান। সোমবার ওই বাংলাদেশির ছেলের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা।

খবরে বলা হয়, তিনি একজন ব্রিটিশ-বাংলাদেশি। মাত্র পাঁচদিন আগে তার শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মারা যান।

তার ছেলে বলেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতে তার বাবা ইতালিতে বেড়াতে যান। সেখানে তিনি দুই সপ্তাহ ছিলেন। যখন গিয়েছিলেন তখন ইতালিতে ভাইরাসটি তেমন ছড়ায়নি। কিন্তু ফিরে আসার সময় ভাইরাসটি সেখানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এরপর গত ২৯ ফেব্রুয়ারি তিনি ম্যানচেস্টারে ফিরে আসেন। তিন দিন পর ৩ মার্চ তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ প্রকাশ পায়। এরপর স্থানীয় হেলথ সেন্টারে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যখন শুনলেন তিনি ইতালি ফেরত, তখন সঙ্গে সঙ্গেই আলাদা করে নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে প্রথম কয়েকদিন তিনি ভালোই ছিলেন। তারপর ডাক্তাররা বলছিলেন, তার রক্তে পরিমাণমতো অক্সিজেন যাচ্ছে না। হার্টবিট অনিয়মিত হয়ে পড়েছে। এভাবে কয়েকদিন চলার পরই রোববার তিনি মারা যান।

উপরে