প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০ ১১:৫৭

করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যু

অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে ভারতে প্রথম মৃত্যু

ভারতে করোনাভাইরাসে প্রথম মারা গেলেন ৭৬ বছরের এক বৃদ্ধ। কর্ণাটকের ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত ছিলেন। তার নাম কালাবুরাগি। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর পাওয়া গেছে। তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ওই ব্যক্তি তেলেঙ্গানার একটি হাসপাতালে গিয়েছিলেন। তাই তেলেঙ্গানা সরকারকেও এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

গত মঙ্গলবার তার মৃত্যু হয়। চিকিৎসকরা সন্দেহ করেছিলেন তার শরীরে করোনাভাইরাস আছে। বৃহস্পতিবার সেই টেস্টের রিপোর্ট এসেছে ও জানা গিয়েছে যে ওই ব্যক্তি করোনাতেই আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে জানানো হয়, ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ এ। শেষ দুই সপ্তাহে এই প্রথম একলাফে এতটা বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে সরকারের। কেরালায় সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধকারী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। এ ছাড়া ১৫ ফেব্রুয়ারির পরে যারা চীন, ইতালি, কোরিয়া, ফ্রান্স স্পেন থেকে এদেশে ফিরেছেন বা গিয়েছিলেন তাদের বিশেষ নজরে রাখা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

উপরে