প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৪:০৬

করোনা দুর্যোগ জয় করে হাসছে চীনের স্বাস্থ্যকর্মীরা

অনলাইন ডেস্ক
করোনা দুর্যোগ জয় করে হাসছে চীনের স্বাস্থ্যকর্মীরা

সারা বিশ্ব যখন কাঁপছে করোনা ঝড়ে ঠিক তখনই করোনা আতঙ্ক কিছুটা হলেও কমেছে চীনে। করোনা তাণ্ডবে তছনছ হয়ে গেছে চীন। শেষ পাওয়া খবরে ক্ষতি কাটিয়ে উঠে দাঁড়াতে শুরু করেছে বেইজিং। এরই মধ্যে চীনের হুবেই প্রদেশের উহান শহরের সাময়িক হাসপাতালগুলোকে বন্ধ করা হয়েছে। আর এর জের ধরেই হাসছে সমস্য মোকেবেলা করে উঠে হাসছে হাসপাতালের কর্মীরা। 

ফেব্রুয়ারির প্রথম দিকে করোনা মোকেবেলায় উহানে ২ হাজারের বেশি বেড বিশিষ্ট দুইটি হাসপাতাল তৈরি করা হয়েছিলো। সাময়িক হাসপাতালগুলো বন্ধ হওয়ায় মুখের মাস্ক খুলে আনন্দ উচ্ছাস করেছেন স্বাস্থ্যকর্মীরা। আর সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কমপেক্ষ ৩০ লাখেরও বেশি বার দেখা হয়েছে ভিডিওটি। সারা বিশ্বে করোনা আতঙ্কের মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে চীন। 

এরই মধ্যে দেশটিতে কমতে শুরু করেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত প্রাণঘাতী করোনায় চীনে মারা গেছে ৩ হাজার মানুষ। আর করোনা শনাক্ত রোগী চিহ্নিত করা হয়েছে ৮১ হাজার মানুষকে।

উপরে