প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৬:১৯

করোনা: ইতালিতে সব ফ্লাইট স্থগিত করছে এমিরেটস

অনলাইন ডেস্ক
করোনা: ইতালিতে সব ফ্লাইট স্থগিত করছে এমিরেটস

করোনা আতঙ্কে ইতালিতে নিজেদের উড়োজাহাজ সার্ভিস স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিখ্যাত বিমান কোম্পানি এমিরেটস। আজ শনিবার রোম থেকে দুবাই পর্যন্ত এমিরেটস এয়ারলাইন্সের সর্বশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইন্সটি। 

আজ শনিবার পর্যন্ত ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৬৬০ জন। মারা গেছেন ১ হাজার ২৬৬ জন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৪৩৯ জন। গত বৃহস্পতিবার ভেনিস ও শুক্রবার  মিলান এবং বালোনা থেকে এমিরেটসের সর্বশেষ ফ্লাইট উদ্ভয়ন করেছে। 

৩১ মার্চ পর্যন্ত ক্রয়কৃত টিকিটের ভ্রমণ তারিখ পরিবর্তন এবং রিইস্যুর ক্ষেত্রে প্রয়োজনীয় ফি তুলে নিয়েছে এমিরেটস। ৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কেনা সব টিকিটের ক্ষেত্রে ক্যানসেলেশন ও রিফান্ড ফি প্রত্যাহার করা হয়েছে।  

করোনাভাইরাসের কারণে থমকে আছে গোটা ইতালি। অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির ৬ কোটি মানুষ। যানবাহন আগের মতো চলাচল না করায় বেড়ে গেছে যাত্রী দুর্ভোগ। অর্থনৈতিক চরম ক্ষতির দিকে যাচ্ছে। নতুন করে কোনো পর্যটক ইতালিতে প্রবেশ করতে না পারায় ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে দিন দিন বেকারের সংখ্যা বাড়ছে।

উপরে