প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৭:৩২

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

অনলাইন ডেস্ক
ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারও রকেট হামলা

ইরাকে মার্কিন নের্তৃত্বাধীন যৌথ সামরিক ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকালে তাজির সামরিক ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার এই ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটলো।

ঘাঁটির ভেতরে থাকা এক ইরাকি কর্নেল বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি অন্তত ১০টি রকেট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এর আগে বুধবার রাজধানী বাগদাদ থেকে ২০ কিলোমিটার উত্তরে তাজির ঘাঁটিতে হামলা চালানো হয়েছিল। এতে দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহত হয়। এর জন্য ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী কাতিব হিজবুল্লাহকে দায়ী করে বৃহস্পতিবার হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে নিহত হয় ছয় জন।

ইরাকি কর্মকর্তাদের দাবি, নিহতদের মধ্যে তিন জন ইরাকি সেনা, দুজন পুলিশ সদস্য এবং এক জন বেসামরিক নাগরিক। মার্কিন এই হামলায় কাতিব হিজবুল্লাহর কোনো সদস্যই নিহত হয়নি।

শুক্রবার ইরাক হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি তাদের দেশের স্বার্বভৌমত্বের লঙ্ঘন এবং সামরিক বাহিনীর বিরুদ্ধে মার্কিন আগ্রাসন।

উপরে