প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১১:৩৪

করোনা: ইউরোপের তিনটি দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক
করোনা: ইউরোপের তিনটি দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপের তিনটি দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে। ইতালি, স্পেন ও ফ্রান্সে একদিনে মারা গেছে ৪৯৪ জন মানুষ। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮০৯ জনে, স্পেনে ২৮৮ জনে এবং ফ্রান্সে ১২০ জনে। 

যুক্তরাজ্যে মরণঘাতী করোনায় একদিনে ১৪ জন মারা গেছে। দেশটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩৫ জন। এরই মধ্যে জনগণের চলাচল সীমিত সহ সীমান্তেও কড়াকড়ি আরোপ করা হয়েছে ইউরোপের দেশগুলোতে। এছাড়া খাবার ও ওষুধ কেনা, জরুরী প্রয়োজনে আত্মীয়দের বাড়িতে যাওয়া বাদ দিয়ে অন্য যেকোন ধরণের চলাচল আগামী ২৪ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে চেক প্রজাতন্ত্র।

এদিকে স্থানীয় সময় সোমবার থেকে এক সাথে ৫ জনের বেশি মানুষের সমাগম নিষিদ্ধ করেছে অস্ট্রিয়া। ২৯শে মার্চ পর্যন্ত পাব( বার) বন্ধ করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। এরই মধ্যে ইউরোপের বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চীন থেকে শুরু হওয়া মহামারীর কেন্দ্রে পরিণত হয়েছে ইউরোপ। 

উপরে