প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১১:৩৬

যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিনের পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিনের পরীক্ষা শুরু

 

যুক্তরাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, করোনাভাইরাস থেকে রক্ষায় একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল আজ সোমবার থেকে শুরু হবে।

যেহেতু ওই পরীক্ষার ব্যাপারে কোনও ঘোষণা দেয়া হয়নি; তাই নাম গোপন করে ওই কর্মকর্তা বলেন, প্রথম একজন ব্যক্তিকে পরীক্ষামূলক ওই ভ্যাকসিন দেয়া হবে।

ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব হেলথ ওই ট্রায়ালের অর্থ সরবরাহ করেছে। ওয়াশিংটনের কায়সার পারমানেন্ট গবেষণা কেন্দ্রে ওই পরীক্ষার কার্যক্রম চালানো হবে।

জনস্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাসের কোনও ভ্যাকসিন পুরোপুরি অনুমোদন পেতে এক বছর থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগতে পারে।

৪৫ জন স্বাস্থ্যবান যুবকের ওপর এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা করা হবে। তাদের ওপর ভিন্ন ভিন্ন পরিমাণে ওষুধ প্রয়োগ করা হবে। এই ভ্যাকসিন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউট এবং বায়োটেকনোলজি কোম্পানি মোডেরনা ইনক।

তবে এই ভ্যাকসিনে তাদের ক্ষতির সম্ভাবনা নেই। প্রথম পরীক্ষায় মূলত এর পার্শ্বপ্রতিক্রিয়া নিখুঁতভাবে বিশ্লেষণ করা হবে এবং পরবর্তীতে বড় আকারে পরীক্ষার জন্য তৈরি করা হবে।

বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা এরই মধ্যে করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কার্যকরভাবে করোনাভাইরাসের কোনও ভ্যাকসিন আবিষ্কার সম্ভব হয়নি।

খবর আল-আরাবিয়ার।

উপরে