প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১২:৫৪

করোনা ঠেকাতে সৌদি আরবে সব রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
করোনা ঠেকাতে সৌদি আরবে সব রেস্তোরাঁ বন্ধ ঘোষণা

করোনা আতঙ্কে স্থবির হয়ে গেছে গোটা বিশ্ব। এরই মধ্যে সব করোনাভাইরাস মোকাবেলায় সব রেস্তোরাঁ, ক্যাফে বন্ধের ঘোষণা দিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় সোমবার থেকে দেশজুড়ে কার্যকর হতে যাচ্ছে এই নিয়ম।

খাবারের দোকান এবং ফার্মেসি ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে শপিং মল। ঝুঁকি না কাটা পর্যন্ত এই পরিস্থিতি বহাল রাখার কথা বলা হয়েছে। দেশের যেসব রেস্তোরাগুলোর টেক আউট সার্ভিস রয়েছে শুধুমাত্র সেগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে সৌদি আরবে বন্ধ করা হয়েছে সব সিনোমা হল। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ হয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট। গেলো সপ্তাহে দেশজুড়ে বন্ধ হয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়।

সৌদি আরবে এ পর্যন্ত ১০০ জন  করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

উপরে