প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০ ১৩:৪৫

করোনা আতঙ্ক: জনসমাগমে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

অনলাইন ডেস্ক
করোনা আতঙ্ক: জনসমাগমে নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ১,৬৯,৬১০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই প্রাণঘাতী ভাইরাসের কারণে ১৫৭টি দেশে ৬৫১৮ জনের মৃত্যু হয়েছে। এদিকে এই ভাইরাসের আতঙ্কে নিউজিল্যান্ডে জনসমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ঘোষণায় জানিয়েছেন, ৫শ' বা তার বেশি লোক একত্রিত হয়ে কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন না। আজ সোমবার থেকে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে।

আর্ডার্ন জানান, বিভিন্ন অনুষ্ঠান, মেলা এবং খেলাধুলার ইভেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে স্কুল এবং বিশ্ববিদ্যালয় এখন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

জেসিন্ডা আর্ডার্ন সতর্ক করে দিয়ে জানান, যারা সেলফ আইসোলেশনের নীতি মেনে চলবে না তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা হবে। 

তিনি বলেন, বর্তমানে ১০ হাজার ৫শ জন সেলফ আইসোলেশনে রয়েছেন। যারা এই নিয়ম মেনে চলবে না তাদের আটক করা হবে বা নিজেদের দেশে ফেরত পাঠানো হবে। 

সূত্র : দ্য গার্ডিয়ান, এমইএইচআর নিউজ এজেন্সি, স্কাই নিউজ 

উপরে