প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১১:৫৩

করোনাভাইরাস: জরুরি অবস্থা জারি করেছে সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস: জরুরি অবস্থা জারি করেছে সুইজারল্যান্ড

করোনাভাইরাস প্রতিরোধে এবার জরুরি অবস্থা জারি করেছে সুইজারল্যান্ড। স্পেন এবং ইতালির পরে সুইজারল্যান্ডে সংক্রমণের হার দেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্রান্স করোনা সংক্রমণ আটকাতে মঙ্গলবার থেকে সাধারণ মানুষের যাতাযাত নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। আগামী ১৫ দিন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

জানা গিয়েছে, ফ্রান্সের সঙ্গে সুইস সীমানায় চলবে নজরদারি। যারা সুইস নাগরিক তারাই শুধু যাতায়াতের অনুমতি পাবেন অথবা যারা এই দেশের বাসিন্দা তারা এই সুবিধা পাবেন। পন্যবাহী গাড়ি আসতে অনুমতি দেওয়া হবে। তবে ছোট চেকপোস্টগুলিকে বন্ধ রাখা হয়েছে।

সুইজারল্যান্ডে এখন পর্যন্ত ২৩৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

উপরে