প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০ ১২:০২

করোনাভাইরাস: হাসপাতাল বানাচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
করোনাভাইরাস: হাসপাতাল বানাচ্ছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে দ্রুত গতিতে হাসপাতাল বানানোর কাজ চলছে। দেশটির সেনাবাহিনীর অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জেরে হাসপাতালটি বানানো হচ্ছে বলে গুঞ্জন রয়েছে। 

তবে উত্তর কোরিয়া এখন পর্যন্ত করোনা আক্রান্তের তথ্য প্রকাশ করেনি। অথচ পাশের দেশ চীন এবং দক্ষিণ কোরিয়া করোনাভাইরাসে কাহিল অবস্থার মধ্যে পড়েছে। চীনর হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর দেড় শতাধিক দেশে এটি ছড়িয়ে পড়ার পরেও মুখে কুলুপ এঁটে আছে উত্তর কোরিয়া। সে কারণে অনেকেরই সন্দেহ, করোনা ইস্যুতে তথ্য গোপন করছে কিম জং উনের দেশ।

জানা গেছে, কিম জং উনের নির্দেশে পিয়ংইয়ংয়ে হাসপাতালটি বানানো হচ্ছে। ক্ষমতাসীন দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ওই হাসপাতাল বানানো হচ্ছে। এক মাস আগেই ওই হাসপাতাল বানানোর সিদ্ধান্ত হয়েছে বলেও প্রচারণা চালানো হচ্ছে।

তবে ওই হাসপাতালের আয়তন এবং শয্যা সংখ্যা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

উপরে