প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ১৩:২৫

তরুণরাও করোনা থেকে নিরাপদ নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অনলাইন ডেস্ক
তরুণরাও করোনা থেকে নিরাপদ নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্করা। তাদের মৃত্যুহারই বেশি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) সতর্ক করেছে তরুণদেরও। তাদেরও রেহাই নেই জানিয়ে পরামর্শ দিয়েছে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলার।

জেনেভায় শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদরদফতরে এক অনলাইন সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক তেদ্রস আধানম গ্রেবিয়াসিস বলেন, তরুণদের পছন্দের কোনো কাজ ‘অন্যের জীবন-মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে দিতে পারে।’

এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণঘাতী এ ভাইরাসে ১১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছেন আড়াই লাখের বেশি মানুষ।

ডাব্লিউএইচও প্রধান জানান, কোভিড-১৯ এ আক্রান্তদের অধিকাংশ বয়স্ক হওয়ায় বিভিন্ন দেশের তরুণরা স্বাস্থ্য সতর্ককতা সম্পর্কে সচেতন নয়। 

গত ডিসেম্বরে ভাইরাসটি চীনে উৎপত্তি হলেও বর্তমানে এটি ইউরোপে সবচেয়ে বেশি মহামারি আকারে ছড়িয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। দুদিন আগে মৃত্যুর হিসাবে চীনকেও ছাড়িয়ে যায় ইউরোপের এ দেশটি। শুক্রবার রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জনে।

অনলাইন কনফারেন্সে তেদ্রস বলেন, যদিও বৃদ্ধরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন, কিন্তু তরুণদের নিস্তার নেই। তরুণদের জন্য আমার একটি বার্তা রয়েছে। তোমরা অপ্রতিরোধ্য নও, এই ভাইরাস তোমাকেও হাসপাতাল অব্দি নিয়ে যেতে পারে, এমনকি ঘটাতে পারে মৃত্যু।

উপরে