প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১৬:০১

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানে সেনা মোতায়েন

অনলাইন ডেস্ক
করোনার বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানে সেনা মোতায়েন

পাকিস্তানে করোনাভাইরাসের সংখ‌্যা ৯০০ ছাড়িয়েছে। বেশ কয়েকটি রাজ‌্য লকডাউন ঘোষণা করা হতে পারে। প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার নেমেছে সেনাবাহিনী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন দিয়ে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে পাকিস্তানে। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতিখার জানান, প্রয়োজনীয় চিকিত্সা সরঞ্জামও সরবরাহ করবে তাদের বাহিনী। তিনি এক বিবৃতি দেন, ‘পাকিস্তানের পশ্চিম সীমান্ত ও লাইন অব কন্ট্রোলে পর্যাপ্ত সেনাবাহিনী রেখেই করোনার সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সেনা মোতায়েন করা ও চিকিত্সা সরঞ্জাম দেওয়া হয়েছে।’

করোনা আতঙ্ক নিয়ে বাবর বলেছেন, ‘দায়িত্বটা অনেক বিশাল এবং খুব কঠিন।’ করোনাভাইরাসকে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা উল্লেখ করেছেন তিনি।

এদিকে করোনার সংক্রমণ রুখতে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান রেলওয়ে। পাকিস্তান এয়ারলাইন পাইলটস অ‌্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, সরকারের কোভিড-১৯ তহবিলে প্রত‌্যেক পাইলট তিনদিনের বেতন জমা দেবেন।

উপরে