প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ১২:১৮

বিশ্বজুড়ে করোনায় মৃত ৪৭ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে করোনায় মৃত ৪৭ হাজার ছাড়াল

চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ হাজার ২৪৫ জনের। আক্রান্তের মোট সংখ্যা ৯ লাখ ৩৫ হাজার ৯৫৭ জন, এছাড়াও চিকিৎসা নিয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন এক লাখ ৯৪ হাজার জন। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বর্তমানে ছয় লাখ ৯৪ হাজার ৪২৬ জন সংক্রমণের মধ্যে আছেন। তাদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় আছেন ৩৫ হাজার ৬১০ জন। দুই লাখ ১৫ হাজার ২১৫ জন আক্রান্ত নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এবং ১৩ হাজার ১৫৫ জন মৃত নিয়ে মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি।

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত স্পেনের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় দেশটির চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। লকডাউনের মাঝেও দেশটির বিভিন্ন প্রান্তে করোনার প্রকোপ ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় একদিনে ৯২৩ জনের প্রাণ কেড়েছে করোনা, যা আগের দিনের তুলনায় বেশি। এর আগে বুধবার দেশটিতে ৮৬৪ জনের প্রাণহানি ঘটে। আর তার আগের দিন মঙ্গলবার মৃত্যু হয় ৮৪৯ জনের। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৩৮৭ জনের মৃত্যৃ হয়েছে।

এছাড়াও, চীনের ৮১ হাজার ৫৫৪ জন আক্রান্তের মধ্যে বর্তমানে ৭৬ হাজার ৩৮ জন সেরে উঠেছেন। মৃত্যু হয়েছে তিন হাজার ৩১২ জনের। চীনে এখনও সংক্রমণ রয়েছে দুই হাজার চার জনের মধ্যে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের ৩১ তারিখে চীনের উহান থেকে নভেল করনাভাইরাসের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) জানানো হয়। তিন মাসের মধ্যেই ওই ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগ বিশ্বমহামারি হিসেবে আবির্ভূত হয়।

উপরে