প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৩:২৩

রাতে রাজপথ পরিদর্শন করছেন দুবাইয়ের যুবরাজ

অনলাইন ডেস্ক
রাতে রাজপথ পরিদর্শন করছেন দুবাইয়ের যুবরাজ

করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় জীবাণুমুক্তকরণ কাজের আগ্রগতি দেখতে রাতে দুবাইয়ের রাজপথে পথে ঘুরে বেড়ান দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ। 

তিনি গতকাল বুধবার দিনগত রাত লক ডাউন সময়ে (রাত ৮ টা হতে সকাল ৬ টা) দুবাইয়ের বিখ্যাত শেখ জায়েদ বিন সুলতান রোড়ে জীবাণুমুক্তকরণ কাজের অগ্রগতি দেখেন। ওই সময়ে তিনি পুলিশের এক কর্মকর্তার সাথে কুশলাদি বিনিময় করে কাজের  অগ্রগতি সম্পর্কে জিজ্ঞেস করেন।

দুবাইয়ের আগামীদিনের শাসকের জাতীয় দুর্যোগে রাতে ঘুরে ঘুরে কাজকর্ম দেখা আর জনসাধারণের  সার্বিক অবস্থা দেখার এ ছবি আর ভিডিও দেখে আমিরাতের নাগরিকসহ প্রবাসীরাও বেশ সন্তুষ্ট।  

উল্লেখ্য, আমিরাতে বৃহস্পতিবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০২৪ জন, সুস্থ হয়েছেন ৯৪ জন, মারা গিয়েছেন ৮ জন। শুধু বৃহস্পতিবার একদিনেই ২১০ জন আক্রান্ত হয়েছেন।

উপরে