প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২০ ১২:৫৩

নাইজেরিয়ায় লকডাউন ভঙ্গ করায় গুলি করে যুবককে হত্যা

অনলাইন ডেস্ক
নাইজেরিয়ায় লকডাউন ভঙ্গ করায় গুলি করে যুবককে হত্যা

নাইজেরিয়ার ওয়ারি শহরে লকডাউনের সময় বাড়ির বাইরে আসায় গুলি করে এক যুবককে হত্যা করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শনিবার এ ঘটনা ঘটে। করোনা ঠেকাতে ওয়ারি শহরে লকডাউন চলছিলো। এর মাঝে সরকারি হুঁশিয়ারি উপেক্ষা করে বাড়ি থেকে বের হওয়ায় যুবক জোসেফ পেসুককে গুলি করে দেশটির সেনাবাহিনী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর শহরটিতে শুরু হয় বিক্ষোভ। রাস্তায় নেমে স্থানীয় যুবকরা বেশ কিছু গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাইজেরিয়াতে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪ জন আর আক্রান্ত রোগীর সংখ্যা ২১৪ জন। মোট সুস্থ হয়েছেন ২৫ জন।  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন।

উপরে