প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২০ ১২:০৫

ভারতে করোনায় ১৪৯ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫১৯৪

অনলাইন ডেস্ক
ভারতে করোনায় ১৪৯ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫১৯৪

প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় ভারতেও মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বুধবার সকাল পর্যন্ত দেশটিতে ১৪৯ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৯৪৷ তবে সুস্থ হয়ে উঠেছে ৪০২ জন৷

মঙ্গলবার রাত পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা ছিল ১২৪৷ ফলে একদিনেই দেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে৷ নতুন করে আক্রান্ত হয়েছে ৪০০-র বেশি মানুষ৷

আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে এখনও ভারতে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে৷ সেখানে মোট আক্রান্ত ১০১৮।

মহারাষ্ট্রের পর করোনায় সংক্রমণে সবচেয়ে বেশি প্রাণ গেছে গুজরাটে এবং মধ্যপ্রদেশে৷ এই দুই রাজ্যেই করোনা সংক্রমণে ১৩ জন করে রোগীর মৃত্যু হয়েছে৷ গুজরাটের জামনগরে ১৪ মাসের একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে৷ আক্রান্তের দিক দিয়ে মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু৷ সেখানে মোট আক্রান্ত ৬৯০৷ তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং পাঞ্জাবে সাতজন করে রোগীর মৃত্যু হয়েছে৷

রাজধানী দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে৷ সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৬, মৃত্যু হয়েছে ৯ জনের৷

উপরে