প্রকাশিত : ২ মে, ২০২০ ১৪:২২

ভারতে একদিনে রেকর্ড ২২৯৩ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
ভারতে একদিনে রেকর্ড ২২৯৩ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ডসংখ্যক দুই হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ সংক্রমিত হওয়ার ঘটনা। সবমিলিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেল। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭১ জনের মৃত্যু হয়েছে ভারতে। ফলে এখন পর্যন্ত ১২১৮ জনের মৃত্যু হলো করোনাভাইরাসে। তবে দেশটিতে সুস্থ হয়েছে ৯ হাজার ৯৫১ জন।

ভারতের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির। এই তিনটি রাজ্যে সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে পাল্লা দিয়ে। মহারাষ্ট্রে ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০৬ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। সেখানে মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ৭২১। মৃত্যু হয়েছে ২৩৬ জনের। মহারাষ্ট্র ও গুজরাটের পর সর্বাধিক আক্রান্ত নয়াদিল্লি। রাজ্যটিতে মোট আক্রান্ত ৩ হাজার ৭৩৮ জন।

এদিকে আরও ৬৮ জন সেনাসদস্য করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেচে। তারা সবাই একই ব্যাটেলিয়নের সদস্য। তারা একসঙ্গে পূর্ব দিল্লির একটি ক্যাম্পে ছিলেন। এই নিয়ে এই ব্যটেলিয়নেই মোট আক্রান্ত হলেন ১২২ জন।

অন্যদিকে ভারতে লকডাউনের সময় আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। এক দফা বাড়িয়ে লকডাউন ৩ মে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এর আগে শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, আগামী ১৭ মে পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে।

উপরে