প্রকাশিত : ৪ মে, ২০২০ ১৬:৩০

গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করল স্পেন

অনলাইন ডেস্ক
গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করল স্পেন

স্পেনে গণপরিবহনের ভেতর সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে বলা হয়েছে। সোমবার থেকে দেশটিতে এ নির্দেশনা কার্যকর হচ্ছে বলে বিবিসি জানিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন গণপরিবহনের স্টেশনসহ বিভিন্ন এলাকায় ৬০ লাখ মাস্ক সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন। এ ছাড়া স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষকে আরও ৭০ লাখ মাস্ক দেয়া হবে।

গত শনিবার দেশটির প্রাপ্তবয়স্ক নাগরিকরা সাত সপ্তাহ পর প্রথম শরীরচর্চার জন্য বাইরে আসার অনুমতি পেয়েছেন। ১৪ বছরের নিচের শিশুদের জন্য বিধিনিষেধ শিথিল হয়েছে সপ্তাহখানেক আগেই।

নতুন নির্দেশনায় ভিন্ন ভিন্ন বয়সীদের ঘরের বাইরে শরীরচর্চার জন্য সময় ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্করা এখন স্থানীয় সময় সকাল ৬টা থেকে ১০টা এবং রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত হাঁটতে বা খেলাধুলা করতে পারবেন।

স্পেনের মতোই ইউরোপের অন্যান্য দেশেও সামাজিক দূরত্বের নির্দেশনা বলবৎ রেখেই লকডাউন শিথিল হচ্ছে। বেশ কয়েকটি দেশ দোকানে ও গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করেছে।

উপরে