প্রকাশিত : ৫ মে, ২০২০ ১৪:৩৮

শিবগঞ্জে মন্দিরের জায়গা দখলকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
শিবগঞ্জে মন্দিরের জায়গা দখলকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার  সাদুল্লাপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দের জিউ বিগ্রহের সম্পত্তি নিয়ে সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার শিবগঞ্জ প্রেসক্লাবে সেবাইত নারায়ন সরকারের ভাতিজা সমীর চন্দ্র সরকার এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শ্রী রসন বিহারী সরকার গত ১৭/১২/১৯৩১ ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ১৬২৮ নং অর্পননামা দলিল মূলে দেবাক্তর হিসাবে দলিল রেজিষ্টারী করিয়া দিয়াছেন। উক্ত অর্পনমানা দলিলে ২১টি দফা উল্লেখ আছে। ৭নং দফায় এ উল্লেখ আছে যে, কোন ম্যানেজিং সেবাইত উক্ত দেবাক্তর সম্পত্তি রেহেবাজ, দান, বিক্রয়, হস্তান্তর করিতে পারিবে না। শুধু মাত্র রক্ষণা বেক্ষণ করিতে পারিবেন। কিন্তু নারায়ন চন্দ্র সরকার উক্ত অর্পননামা দলিলের শর্ত ভঙ্গ করিয়া ভিটা জমি হইতে মাটি বিক্রয়, সমুদয় সম্পত্তি বন্দক এবং প্রায় ১০ একর সম্পত্তি বিক্রয় করে আনুমানিক  ১ কোটি টাকা আত্মসাৎ করিয়াছে। এ কারণে  নারায়ন চন্দ্র সরকারের ভাতিজা হয়ে আমি বাদী হইয়া জেলা বগুড়া শিবগঞ্জ থানা সিনিয়র সহকারী জজ আদালতে ১৬১/১৯ মোকাদ্দমা দায়ের করি । মামলার অনেক পূর্ব থেকে ৫৪২,৭৩০,৭৩১ নম্বর দাগে অবস্থিত ৫০ শতক পুকুর আমার পিতা  দখল ভোগ করে আসছিল। পিতার অবর্তমানে  আমি উক্ত পুকুর ভোগ দখল করছি। বর্তমানে উক্ত পুকুরে যেতে আমাকে বাধা দেওয়ার   চেষ্টা করায় প্রতিবেশী লোকজন তাদেরকে নিয়ে শালিশ মিমাংসার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়। যাহা সম্পূন্ন মিথ্যা বানোয়াট। উক্ত পুকুরটি আমার ভোগ দখলী সম্পত্তি। শ্রী নারায়ন চন্দ্রের কোন প্রকার দখল ছিল না বা নাই।

উপরে