প্রকাশিত : ৯ মে, ২০২০ ১৪:১১

আফগান স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
আফগান স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

আফগানিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এমন এক সময় এই খবর সামনে এলো যখন গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।

শুক্রবার আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। তারা বলছে যে, দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফিরোজউদ্দিন ফিরোজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আফগানিস্তানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে তিন হাজার ৭০০ জনের বেশি মানুষ।

সম্প্রতি ইরান থেকে বহু আফগান নাগরিক দেশে ফিরেছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে। জাতিসংঘের অভিবাসন সংস্থার তথ্যমতে, দুই লাখ ৭০ হাজারের বেশি আফগান নাগরিক দেশে ফিরেছে।

যারা ফিরে এসেছেন তারা পরীক্ষা ও পর্যবেক্ষণ ছাড়াই দেশের বিভিন্ন শহর, টাউন ও গ্রামে নিজেদের ঘরবাড়িতে যাচ্ছেন। এর ফলে আফগানিস্তানে ব্যাপক হারে করোনা প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি হচ্ছে, যা যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যখাতের জন্য সক্ষমতার চেয়ে বেশি প্রমাণিত হতে পারে।

উপরে