প্রকাশিত : ১০ মে, ২০২০ ২০:০৭

করোনায় আক্রান্ত এয়ার ইন্ডিয়ার ৫ পাইলট

অনলাইন ডেস্ক
করোনায় আক্রান্ত এয়ার ইন্ডিয়ার ৫ পাইলট

ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার পাঁচজন পাইলট ও দুই টেকনিশিয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে সংক্রমিত বিমান চালকদের কারো শরীরেই কোনো উপসর্গ নেই।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কভিড-১৯ এ শনাক্ত হওয়া পাইলটদের সবাই সম্প্রতি চীনের গুয়াংজু থেকে কার্গো ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন।

এয়ার ইন্ডিয়ার একটি সূত্র জানায়, ৭৭ জন বিমান চালকের শরীরে শনিবার করোনার পরীক্ষা করানো হয়। তাতে পাঁচজন পাইলট ও দুই টেকনিশিয়ানের রিপোর্ট পজিটিভ আসে। তবে সংক্রমিত বিমান চালকদের কারো শরীরেই কোনো উপসর্গ নেই। সবাইকে নিজেদের বাড়িতে কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। ২০ এপ্রিলের পর তাদের কেউ বিমান চালাননি।

করোনার কারণে চলমান লকডাউনে সব ধরনের বিমান চলাচল এক প্রকার বন্ধ রাখলেও গুয়াংজু থেকে মেডিকেল সামগ্রী আনতে ১৮ এপ্রিল বোয়িং ৭৮৭ দিয়ে বেশ কিছু কার্গো ফ্লাইট পরিচালনা করে দিল্লি। একই কারণে কার্গো ফ্লাইট পরিচালিত হয় সাংহাই ও হংকংয়েও।এদিকে করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশটিতে আক্রান্ত ৬৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ২ হাজার।

উপরে