প্রকাশিত : ১১ মে, ২০২০ ১৪:০৩

ভারতে মঙ্গলবার থেকে ট্রেন চালু

অনলাইন ডেস্ক
ভারতে মঙ্গলবার থেকে ট্রেন চালু

ভারতে চলমান তৃতীয় দফার লকডাউন আগামী ১৭ মে পর্যন্ত চলবে। কিন্তু এর মধ্যের রোববার এক ঘোষণায় কেন্দ্রীয় রেল মন্ত্রণালয় জানিয়েছে যে, মঙ্গলবার থেকে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন চালু করা হবে। তবে এটি করা হবে আংশিকভাবে ও পর্যায়ক্রমে৷

রেল মন্ত্রণালয় বলছে, আগামীকাল মঙ্গলবার থেকেই শুরু করা হচ্ছে এই যাত্রীবাহী ট্রেন পরিষেবা। এসময় ১৫ জোড়া বিশেষ ট্রেন চলাচল শুরু হবে৷ প্রাথমিকভাবে রাজধানী নয়াদিল্লি থেকে ১৫টি গুরুত্বপূর্ণ শহরে যাতায়াত করবে ওই ট্রেনগুলো।

নয়াদিল্লি থেকে হাওড়া, মুম্বাই সেন্ট্রাল, চেন্নাই, ডিব্রুগড়, আগরতলা, পাটনা, বিলাসপুর, রাঁচি, ভুবনেশ্বর, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, মারগাঁও, আহমেদাবাদ ও জম্মু-তাওয়াই পর্যন্ত যাতায়াত করবে এই ট্রেনগুলো৷

করোনার লক্ষণ নেই কেবল এমন ব্যক্তিরাই যাতায়াত করতে পারবেন। টিকিট পাওয়া যাবে আজ সোমবার বিকেল ৪টা থেকে। তবে টিকিট পাওয়া যাবে কেবল আইআরসিটিসির ওয়েবসাইটে৷

যারা এই ট্রেনগুলোতে যাতায়াত করবেন, তাদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে এবং ট্রেনে ওঠার আগে থার্মাল চেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে৷

এদিকে সাত সপ্তাহ বন্ধ থাকার পর রেলের এই ঘোষণাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মুখ্যমন্ত্রীদের পঞ্চম দফার ভিডিও বৈঠক হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগে লকডাউন চলাকালীনই রেলের এই ঘোষণায় অনেকেই বিস্মিত।

উপরে