প্রকাশিত : ১১ মে, ২০২০ ১৪:৩১

এক হাজার তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

অনলাইন ডেস্ক
এক হাজার তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে আফগান সরকার

তালেবান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া শান্তি চুক্তির আওতায় এখন পর্যন্ত এক হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে আফগান সরকার।

এরপর দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার তালেবানের কাছে বন্দি থাকা তাদের লোকজনের মুক্তি পাওয়া উচিত।

সম্প্রতি আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বা এনএসসি দপ্তর এক টুইটার বার্তায় তালেবান বন্দিদের মুক্তির বিষয়টি ঘোষণা দিয়ে জানিয়েছে, 'আফগানিস্তানে শান্তি প্রক্রিয়ার যথাযথ পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে মনোযোগ দিতে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্দেশে তালেবান বন্দিদের মুক্তি দেয়া হয়েছে।'

এনএসসি বলেছে, কাবুল সরকার জোর প্রত্যাশা করছে যে এর বিনিময়ে তালেবানও আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী বা এএনডিএসএফর সদস্যদের অবিলম্বে মুক্তি দেবে এবং আন্তঃআফগান সংলাপের জন্য পুরোপুরি প্রস্তুতি নেবে। এক্ষেত্রে কোনো রকাম বিলম্ব করা হবে অগ্রহণযোগ্য। এছাড়া আরো ৫০০ তালেবান বন্দিকে আগামী কয়েক দিনের মধ্যে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে এনএসসি।

গত ২৯ ফেব্রুয়ারি তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে শান্তি চুক্তি সই হয়। ওই চুক্তিতে ৫,০০০ তালেবান বন্দীর মুক্তির কথা বলা হয়েছে।

উপরে