প্রকাশিত : ১১ মে, ২০২০ ১৫:৪১

ফ্রান্সে শিথিল করা হয়েছে লকডাউন

অনলাইন ডেস্ক
ফ্রান্সে শিথিল করা হয়েছে লকডাউন

করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় সোমবার থেকে ফ্রান্সে লকডাউন শিথিল করা হয়েছে।

তবে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও অনেক সময় লাগবে বলে নাগরিকদের সতর্ক করেছে দেশটির সরকার। খবর বিবিসির।

পাশাপাশি সংক্রমণ এড়াতে স্বাস্থ্য সতর্কতাগুলোও মেনে চলার আহ্বান জানানো হয়।

ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ফ্রান্সে করোনায় মারা গেছেন ৭০ জন। বিগত কয়েক সপ্তাহের মধ্যে এটি সবচেয়ে কম প্রাণহানির ঘটনা। এ নিয়ে হাসপাতাল ও নার্সিং হোমে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৩৮০ জনে।

দেশটিতে সোমবার থেকে লকডাউন আংশিকভাবে তুলে নেয়া হলেও দেশজুড়ে নানা ধরনের কড়াকড়ি চালু থাকবে এবং মানতে হবে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধিও।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতি জানায়, ভাইরাস নিয়ন্ত্রণে লকডাউনের মধ্যে আমাদের চেষ্টাগুলো সফল হয়েছে। এতে রক্ষা পেয়েছে হাজারও মানুষের প্রাণ।

লকডাউন শিথিলের পর আগামীতেও আমাদের সতর্কতামূলক পদক্ষেপগুলোতে সফল হতে হবে।’ মহামারী এখনও চলমান বলেও সতর্ক করা হয়।

উপরে