প্রকাশিত : ১২ মে, ২০২০ ১৪:৪৯

লকডাউন শিথিলের ঘোষণা রুশ প্রেসিডেন্ট পুতিনের

অনলাইন ডেস্ক
লকডাউন শিথিলের ঘোষণা রুশ প্রেসিডেন্ট পুতিনের

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে রাশিয়ায় ছয় সপ্তাহ ধরে চলা লকডাউন শিথিল করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে অর্থনৈতিক সেক্টরে লকডাউন শিথিল করার কথা জানান তিনি।

স্থানীয় সময় সোমবার তিনি এই ঘোষণা দেন। রাশিয়ার যেসব অঞ্চলে এখনও করোনাভাইরাসের প্রকোপ বেশি সেসব অঞ্চলে কঠোর লকডাউন বহাল রাখার নির্দেশও দিয়েছেন প্রেসিডেন্ট।

রুশ প্রেসিডেন্ট এমন সময় তার দেশে লকডাউন শিথিল করার ঘোষণা দিলেন যখন রাশিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা তুলনামূলক কম থাকলেও গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে।

করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র, স্পেন ও ব্রিটেনের পর চতুর্থ অবস্থানে রয়েছে রাশিয়া। এই রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

লকডাউন শিথিলের ঘোষণায় রুশ প্রেসিডেন্ট বলেন, দেশে বড় ধরনের জনসমাবেশ নিষিদ্ধ থাকছে। জনগণকে যথারীতি করোনা মোকাবেলার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
উপরে