প্রকাশিত : ১৩ মে, ২০২০ ১৪:৩২

লকডাউনের মধ্যেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
লকডাউনের মধ্যেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প

নেপালের একাধিক এলাকায় মঙ্গলবার গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এসময় মানুষজন ভয়ে ঘর বের বাইরে বেরিয়ে আসে।

২০১৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে দেশটিতে ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

দেশটির জাতীয় সিসমোলজি সেন্টার জানিয়েছে, রাত ১১টা ৫৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উৎপত্তিস্থল ছিল রাজধানী কাঠমান্ডুর ১৮০ কিলোমিটার পূর্বে দোলাখা জেলা।

কম্পন ছড়িয়ে পড়ে কাঠমান্ডু, পারসা, কাসকি, সিন্ধুপালচোকে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।

কয়েক দিন আগেই ভারতের রাজধানীতে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। এবার নেপালেও আঘাত হানলো ভূমিকম্প।

উল্লেখ্য, ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালের গোরখা জেলায় ৭.৮ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। ওই সময় ৯ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এছাড়া প্রায় পাঁচ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়।

খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস

উপরে