প্রকাশিত : ১৫ মে, ২০২০ ১৪:১২

ভারতে ৩০ জুন পর্যন্ত রেলের সব টিকিট বাতিল

অনলাইন ডেস্ক
ভারতে ৩০ জুন পর্যন্ত রেলের সব টিকিট বাতিল

ভারতে আগামী ৩০ জুন পর্যন্ত ট্রেনে যাতায়াতের জন্য কাটা সব টিকিট বাতিল করেছে কর্তৃপক্ষ। তবে এই নিয়ম কার্যকর হবে না শ্রমিক ট্রেন ও স্পেশাল ট্রেনের জন্য। লকডাউন শুরুর আগে ও লকডাউনের সময় যারা রেলের অগ্রিম টিকিট কেটেছিলেন সেগুলই বাতিল করা হয়েছে ৩০ জুন পর্যন্ত। তবে টিকিটের পুরো টাকাই ফেরত দেবে রেলওয়ে কর্তৃপক্ষ।

আনন্দবাজার আরও জানায়, এছাড়াও রেল কর্তৃপক্ষ জানিয়েছে যারা করোনা আক্রান্তের জন্য ট্রেনে উঠতে পারবেন না, তাদের টিকিটের দাম ফেরত দেয়া হবে। যদি একটি পিএনআরে অনেকে যাত্রা করছেন ও সেখানে একজনকে যেতে দেয়া হল না, তখন যদি অন্যরাও না যেতে চান, তাহলে সবার টিকিটের দাম ফেরত দেবে রেলওয়ে।

এর আগে রেলওয়ে জানায়, এবার থেকে বিশেষ ট্রেনের জন্য ওয়েটিং লিস্টের তালিকা প্রকাশ করা হবে। তবে সেটি এসি টিকিটের জন্য হবে না।

তবে শ্রমিকদের জন্য স্পেশাল ট্রেন ও দেশের ১৫টি রুটে যে বিশেষ ট্রেনগুলো চলছে সেগুলো নির্ধারিত সময় সূচি অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে রেল মন্ত্রণালয় থেকে।

উপরে