প্রকাশিত : ১৯ মে, ২০২০ ১৪:০৯

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে

ভারতে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪ হাজার ৯৭০ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৪ জন। সব মিলিয়ে ৩ হাজার ১৬৩ জনের মৃত্যু হলো করোনায়। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১ লাখ ১ হাজার ১৩৯ জন।

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৯ হাজারের করোনা রোগী সুস্থ হয়েছেন। 

গেল ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন জারি করা হয়। চতুর্থ ধাপে বিধিনিষেধ শিথিল করার পর আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। 

সংক্রমণ কম আছে এমন শহরগুলোতে বিভিন্ন গণপরিবহন চলার অনুমতি দেয়া হয়েছে। যদিও সামাজিক দূরত্ব মেনেই সব করতে হবে। তাই অল্পসংখ্যক যাত্রী নিয়ে চলাচল করছে বিভিন্ন সরকারি-বেসরকারি বাস।

অন্যদিকে দেশটির সচেয়ে বেশি সংক্রামিত ২০টি শহরের জন্য আলাদা পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জুন-জুলাইয়ের করোনা সংক্রমণের সম্ভাব্য পরিসংখ্যান নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই তালিকায় রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতাসহ জনবহুল শহরগুলো। 

সরকারের প্রাথমিক লক্ষ্য, জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে ভারতজুড়ে অন্তত এক কোটি লোকের করোনা পরীক্ষা করা।

উপরে