প্রকাশিত : ২ জুন, ২০২০ ১৫:৫১

স্ত্রী ও চার সন্তানসহ করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
স্ত্রী ও চার সন্তানসহ করোনায় আক্রান্ত আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। বিশ্বের প্রায় প্রতিটি দেশে আঘাত হেনেছে এই ভাইরাস। অনেক দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা করোনায় আক্রান্ত হয়েছেন। এবার জানা গেলো, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাসনিয়ান গোটা পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন।

ফেসবুক লাইভে নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, তিনি নিজে এবং তার পরিবার করোনা আক্রান্ত তাই আপাতত বাড়ি থেকেই কাজ করবেন।

ভিডিও মেসেজে তিনি বলেন, তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তার স্ত্রী ও চার সন্তান আক্রান্ত ওই ভাইরাসে। যদিও তার শরীরে এখনও পর্যন্ত কোনো উপসর্গ নেই, তাই বাড়ি থেকে যতটা সম্ভব কাজ করবেন।

আর্মেনিয়ায় এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা নয় ৯,৪৯২। মৃত্যু হয়েছে ১৩৯ জনের। সেদেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ১৮৬টি ইনটেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে মাত্র ৩২টি খালি আছে, সেটা খুব শীঘ্রই ভরে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে করোনা আক্রান্ত হন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখেইল মিশুসতিন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এরই মধ্য তারা সুস্থ হয়েছেন।

উপরে