প্রকাশিত : ৪ জুন, ২০২০ ১৫:৩৪

পাকিস্তানে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

অনলাইন ডেস্ক
পাকিস্তানে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

লকডাউনের কড়াকড়ি নিয়মে শিথিলতা আনার পর থেকেই একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ছে পাকিস্তান।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ হাজার ৮০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৮২ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার দেশটিতে নতুন করোনা রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৬৫ জন। এদিন মারা গেছে ৬৫ জন।

পাকিস্তানের গণমাধ্যম জিও টিভি জানিয়েছে, আক্রান্তের তালিকায় শীর্ষে অবস্থান করছে সিন্ধুপ্রদেশ। এ পর্যন্ত সিন্ধুপ্রদেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৯১০ জন। সিন্ধুর পরেই পাঞ্জাবপ্রদেশে করোনা রোগীর সংখ্যা সর্বোচ্চ। এ পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১০৪ জন। খাইবার পাখতুনে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৭৮ জন। বেলুচিস্তানে এ পর্যন্ত সংক্রমিত হয়েছে ৫ হাজার ২২৪ জন। রাজধানী ইসলামাবাদে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৪৪ জন।

এ ছাড়া গিলগিট-বালতিস্তানে ৮২৫ জন ও পাকনিয়ন্ত্রিত আজাদ-কাশ্মীরে এ পর্যন্ত ২৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে গত মঙ্গলবার পাকিস্তানের সিন্ধুপ্রদেশের এক মন্ত্রী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ডন। তার নাম গোলাম মুর্তজা।

বেলুচ সিন্ধুপ্রদেশের মানব ব্যবস্থাপনাবিষয়ক মন্ত্রী ছিলেন তিনি।

এমন পরিস্থিতিতে লকডাউনে কিছুটা কড়াকড়ি এনেছে বেলুচিস্তান প্রশাসন। সেখানে লকডাউনের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়ানো হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যআনুযায়ী, পাকিস্তানে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ৮৫ হাজার ২৬৪ জন। মারা গেছে ১ হাজার ৭৭০ জন। সুস্থ হয়েছে ৩০ হাজার ১২৮ জন। হাসপাতালে ও কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৫২ হাজার ৩৬৬ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।

উপরে